বরগুনা: বরগুনায় পৌর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে ১৭ শতাংশ। সপ্তাহখানেক আগে কাঁচা মরিচের দাম ছিল ২০০-২২০ টাকা কেজি।
বুধবার (১৮ আগস্ট) বাজারগুলোতে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
কাঁচা মরিচের দাম বেশি থাকার কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, প্রতি বছর এই সময়ে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছিল। আজ ঢাকা থেকে একটি মিনি ট্রাকে কাঁচা মরিচ আনায় দাম কিছুটা কমেছে। তবে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোলে সরবরাহ না বাড়লে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
বরগুনা সদর উপজেলা কৃষি সম্পদ সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, কৃষি জমিতে জলাবদ্ধতার কারণে সবজি ক্ষেত নষ্ট হয়েছে। তাই বাজারে সবজি, কাঁচামরিচের দাম বেশি ছিল।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
কেএআর