ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার কোটি! 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার কোটি!  খেলাপি ঋণ

ঢাকা: তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা। একইসঙ্গে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৬৪ কোটি ৩৪লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ আগের তিন মাসের তুলনায় তিন হাজার ৮৯৯ কোটি ১৫লাখ টাকা বেড়েছে। মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ২৬৫ কোটি ১৯ লাখ টাকা। জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৬৪ কোটি ৩৪লাখ টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ১১লাখ ৩৯ হাজার ৭৭৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ৮দশমিক ১৭শতাংশ। বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৭০১ কোটি টাকা।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ০৯৪৭, আগস্ট ২০, ২০২১
এসই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।