ঢাকা: বিকাশ পেমেন্টে বিভিন্ন ব্র্যান্ড ও অনলাইন শপ থেকে ইলেকট্রনিক্স সামগ্রীসহ লাইফস্টাইল পণ্য কিনলেই মিলবে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও ছাড়।
প্রিয়শপ, শাদলিন’স, ই-বাংলা, কাবলিওয়ালা ও কিসব থেকে অনলাইনে পণ্য কিনে এই ক্যাশব্যাক পেতে পারেন বিকাশ গ্রাহকরা।
প্রিয়শপ:
প্রিয়শপ ডট কমের (Priyoshop.com) ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে পণ্য কিনে পেমেন্ট বিকাশ করার সময় ‘PSBKASH’ কোডটি ব্যবহার করলে গ্রাহকরা প্রতিবার পেতে পারেন ১০ শতাংশ, সর্বোচ্চ ৫শ টাকা ডিসকাউন্ট। ২০ সেপ্টেম্বর পর্যন্ত অফার চলাকালীন চারবারে সর্বোচ্চ ২ হাজার টাকা ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা। প্রতিবার ডিসকাউন্ট পেতে ন্যূনতম ৫শ টাকার কেনাকাটা করতে হবে।
ওয়ালটন:
আগামী ৩১ আগস্ট পর্যন্ত ওয়ালটন প্লাজা থেকে টিভি ছাড়া অন্য যেকোনো ইলেকট্রনিক পণ্য কিনে পেমেন্ট বিকাশ করলে গ্রাহক পাচ্ছেন ১০ শতাংশ ডিসকাউন্ট। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে অফারটি নিতে পারবেন গ্রাহক।
ফ্রিল্যান্ড:
ফ্যাশন ব্র্যান্ড ফ্রিল্যান্ড’র শো-রুম ও অনলাইন থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে গ্রাহক পাচ্ছেন ১২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
শাদলিন’স:
আগামী ৩১ আগস্ট পর্যন্ত শাদলিন’স ডট কমের (shadleens.com) সব পণ্যের ওপর বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড কিংবা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে দিনে সর্বোচ্চ ৩শ টাকা এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ৫শ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। শিশুখাদ্য থেকে শুরু করে বিভিন্ন পুষ্টিকর ও রাসায়নিকমুক্ত স্বাস্থ্যকর খাবার-বাদাম, তেল, বীজ ইত্যাদি পণ্য পাওয়া যায় ওই অনলাইন শপে।
ই-বাংলা:
লাইফস্টাইল পণ্যের অনলাইন শপ ‘ই-বাংলা’ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত জানা যাবে https://www.e-bangla.com/ ওয়েবসাইটে।
কাবলিওয়ালা:
লাইফস্টাইল পণ্যের অনলাইন শপ কাবলিওয়ালা থেকে যেকোনো পণ্য কিনে পেমেন্ট বিকাশ করলে মিলবে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড কিংবা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে গ্রাহক দিনে সর্বোচ্চ ৩ বার এবং ক্যাম্পেইন চলাকালীন মোট ৫ বার এই ক্যাশব্যাক উপভোগ করতে পারেন। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ অফার চলবে।
কিসব:
অনলাইন শপ ‘কিসব’ থেকে বই কিনে পেমেন্ট বিকাশ করলেই মিলছে ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ অফারটি যতবার খুশি নিতে পারবেন গ্রাহক। ফলে বইপ্রেমীদের জন্য কেনা এখন আরও সাশ্রয়ী হলো। গ্রাহক ৫শ টাকা বা তার বেশি কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন এই ক্যাশব্যাক। এ অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্রাহকের কেনাকাটা আরও বেশি নিরাপদ ও সাশ্রয়ী করে তুলতে ওই অফারগুলো নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
দেশের প্রায় ৩ লাখ এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশইন করার পাশাপাশি ২৯টি ব্যাংকের অনলাইন ব্যাংকিং এবং দেশে ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে অনলাইনেই প্রয়োজনীয় কেনাকাটা সারতে পারছেন গ্রাহকরা।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাশ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসই/এএটি