ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সেবাচুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সেবাচুক্তি ...

ঢাকা: ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে অন-লাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও বিডার পরিচালক (ওএসএস) জীবন কৃষ্ণ সাহা রায় এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, মহাপরিচালক নিখিল কুমার দাস ও নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া ও আহমেদ জোবায়েরুল হক উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংক অন-লাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিবে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।