ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীর্ষ করদাতাদের বিশেষ সম্মাননা দিল রাজস্ব বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
শীর্ষ করদাতাদের বিশেষ সম্মাননা দিল রাজস্ব বোর্ড করদাতাদের বিশেষ সম্মাননা দিল রাজস্ব বোর্ড। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: দেশের শীর্ষ করদাতা ইউনিটকে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শীর্ষ ৩০ করদাতা ইউনিটের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত স্কাইসিটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে করদাতাদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।  

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী।

বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ করদাতা ইউনিটের সেরা কর দাতাদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ঢাকা।

সম্মাননা দেওয়া ৩০ বৃহৎ করদাতা প্রতিষ্ঠানের এর মধ্যে রয়েছে-

ব্যাংকিং খাত:
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপার্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।  

সেবা ও অন্যান্য খাত:
গ্রামীণ ফোন লিমিটেড, শেফরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড এবং এম জে এল বাংলাদেশ লিমিটেড।

নন-ব্যাংকিং আর্থিক খাত:
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।  

বীমা খাত:
আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও সাধারণ বীমা করপোরেশন।

ম্যানুফ্যাকচারিং খাত:
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, সেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটো মোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো কোম্পানি লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষকেও এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে- বাংলাদেশ ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড এবং তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন  কোম্পানি লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।