ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স তার শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
২৬ আগস্ট প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কর্পোরেট ঘোষণা অনুযায়ী ২৭ জুন রোববার এর শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা থাকবে না।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় গত ২০০৫ সালে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১১ কোটি ৩০ লাখ টাকা। ঢাকার পুঁজিবাজারে আজ এই প্রতিষ্ঠানের শেয়ার সর্বশেষ ৫ হাজার ৩৪৫ টাকা দরে লেনদেন হয়। আজ সর্বোচ্চ এর দর ছিল ৫ হাজার ৬শ’ টাকা।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৮০৭ ঘন্টা, ২৪ জুন, ২০১০
এসআর/এএইচএস/জেএম