ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পেপার প্রসেসিং লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এজন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে ৬০ কোটি টাকায় উন্নীত করতে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এসএমএকে/কেএআর