কুষ্টিয়া: কুষ্টিয়ায় দেশের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড বসুন্ধরা সিমেন্ট-এর রিটেইলার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিমেন্ট-এর কুষ্টিয়া ডিলার মেসার্স সোনালী ট্রেডিংয়ের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মিজানুর রহমান মির্জার সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট-এর ওয়েস্ট জোনের ডিজিএম পলাশ আক্তার।
অনুষ্ঠানে এএসএম মামুন সিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট-এর কুষ্টিয়া ডিভিশনের ডিএসএম জাফরুল ইসলাম, বিএসআরএম-এর কুষ্টিয়া ডিভিশনের ডিএসএম সায়মুন করীম, বসুন্ধরা সিমেন্টে-এর টেরিটরি অফিসার মঞ্জুর করীম, রাকিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট-এর কুষ্টিয়া ডিলার মেসার্স সোনালী ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী আবুল বাসার।
প্রধান অতিথির বক্তব্যে ওয়েস্ট জোনের ডিজিএম পলাশ আক্তার বলেন, বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানের ক্ষেত্রে কোন ছাড় দেয়না বসুন্ধরা সিমেন্ট। সেই সঙ্গে মানের দিক থেকে আরো উন্নত করা হবে।
রিটেইলারদের মধ্যে থেকে কয়েকজন রিটেইলার তাদের আস্থা ও ভালোবাসার প্রতীক বসুন্ধরা সিমেন্ট বলে আক্ষায়িত করে বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণে মানে বাজারের সেরা। অনান্য সিমেন্টের চেয়ে ভোক্তা পর্যায়ে বসুন্ধরা সিমেন্ট-এর চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আমরাও নিশ্চিতে বসুন্ধরা কোম্পানীর সঙ্গে ব্যবসা করতে পারছি।
তারা বলেন, বসুন্ধরা সিমেন্ট বিক্রি করে এখন আমরা সমাজে মাথা উচুঁ করে ব্যবসা করছি।
অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার বসুন্ধরা সিমেন্ট-এর রিটেইলারগণ উপস্থিত ছিলেন। পরে তাদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এনএটি