ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জ সার কারখানায় আবার উৎপাদন শুরু

ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
আশুগঞ্জ সার কারখানায় আবার উৎপাদন শুরু

আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ৩ দিন উৎপাদন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।

যান্ত্রিক ত্রুটির মেরামত কাজ শেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে আবার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।



উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন দেড় কোটি টাকা মূল্যের ১৪শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।  


কারখানার সূত্রে জানা যায়, গত শনিবার ভোর ৪টার দিকে ইউরিয়া প্ল্যান্টের হাইপ্রেসার র্কাবানেট কনডেনসার (এইচ,পি,সি)-র টপ এসেস ডোম লিকেজ হয়ে হঠাৎ করে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে চলতি মাসে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ৩ বার উৎপাদন বন্ধ হয়ে যায়।  

ঘনঘন কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণে চলতি অর্থ বছরে  কারখানার ল্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি বাংলানিউজকে জানান, কারখানার উৎপাদন বন্ধের পর গত ৩ দিন স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শেষ করে আজ মঙ্গলবার সকালে ১০টায় পুনরায় সার উৎপাদন করতে সম হয়েছেন। বর্তমানে কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।