ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মিয়ানমার-বাংলাদেশ যৌথ বাণিজ্য কমিশনের বৈঠক শুরু বুধবার

আনোয়ারুল করিম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
মিয়ানমার-বাংলাদেশ যৌথ বাণিজ্য কমিশনের বৈঠক শুরু বুধবার

ঢাকা: বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে গঠিত যৌথ বাণিজ্য কমিশনের ৪র্থ বৈঠক বুধবার সকালে ঢাকায় শুরু হচ্ছে।

রাজধানীর হোটেল শেরাটনে  দু’দিনব্যাপী এ বৈঠকে অংশ নিতে মিয়ানমারের প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে ঢাকা এসে পৌঁছেছে।



বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। মিয়ানমারের পক্ষে থাকবেন সেদেশের বাণিজ্য সচিব অং তুন। বৈঠকে উভয় দেশের বাণিজ্য, পররাষ্ট্র, কৃষি, জ্বালানি, যোগাযোগ ও অর্থ মন্ত্রণালয়  এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।

বাণিজ্য সচিব গোলাম হোসেন বাংলানিউজকে বলেন, ‘বৈঠকের আগে বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে এজেন্ডা নির্ধারণ করেছে। ’

তিনি বলেন, ‘বৈঠকে দু’দেশের মধ্যে আন্তঃব্যাংকিং যোগাযোগ বাড়ানো, মালবাহী জাহাজ চলাচল, ব্যবসায়ীদের ভিসা সম্পর্কিত বিষয়, আমদানি-রফতানি বাড়ানো, কৃষিকাজে সহযোগিতা বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। ’

বৈঠকে অংশ নেবেন এমন এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, ‘মিয়ানমারের কৃষি জমি ইজারা নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং এবং মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ও বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় তোলা হতে পারে। ’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারে বাংলাদেশের ওষুধ রফতানির সুযোগ রয়েছে। এ ব্যাপারেও তাদের কাছে প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। ’

দু’দেশের যৌথ বাণিজ্য কমিশন গঠনের পর ২০০৪ সালে ঢাকায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক হয় মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিতাওয়ে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।