ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেড়ে চলেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনাদায়ী ঋণ

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
বেড়ে চলেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনাদায়ী ঋণ

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অনাদায়ী ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।

গত অর্থ বছরে অনাদায়ী ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭শ ২৫ কোটি টাকা।

এ বছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১শ ০৬ কোটি টাকায়।

অনাদায়ী ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের ব্যবস্থাপনা দতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ব্যাংক কর্তৃপ বলছে, সরকার ঋণের পরিমাণ বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে। সে হিসেবে ঋণের পরিমাণ এমনিতেই বৃদ্ধি পেয়েছে। এটা ভালো দিক। কারণ, অনাদায়ী ঋণ ব্যাংকের মূলধনের বৃদ্ধির ইঙ্গিত বহন করে।

এদিকে রাকাব-এর একাধিক সূত্র বাংলানিউজকে জানায়, বিগত বছরগুলির মতো বর্তমান সময়ে অযাচিত প্রভাব খাটিয়ে ঋণদান, স্বজনপ্রীতির জন্য পরিচিত ব্যাংক কর্মকর্তাদের ঋণ বিতরণ বিভাগে রাখা হচ্ছে। এর অশুভ সুবিধা ভোগ করছে ঋণখেলাপিরা।

তবে কৃষকদের অভিযোগ, তারা ঋণ গ্রহণের েেত্র হয়রানির শিকার হচ্ছেন। অনেক েেত্র ঋণ গ্রহণ করতে দালাল ধরতে হচ্ছে। কৃষকদের দাবি, ঋণ দেওয়ার েেত্র কৃষকদল গঠন করা হোক। কারণ, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক দল গঠন করে ঋণ দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাকাব-এর ১৮টি জোনের প্রতিটিতে ২০ জন করে সর্বোচ্চ পর্যায়ের খেলাপি ঋণগ্রহীতার তালিকা রয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদারকির েেত্র গাফিলতির কারণে এ সমস্যা হচ্ছে।

এদিকে ঋণ বিতরণ বিভাগ সূত্রে জানা যায়,  চলতি বছরে ঋণ বিতরণের ল্যমাত্রা ধরা হয়েছে, ১ হাজার ১শ ৪০ কোটি টাকা। ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা হয়েছে  ৯৬ কোটি ৩৩ লাখ টাকা।

এ বিষয়ে রাকাবের ঋণ বিতরণ বিভাগ-২ এর প্রধান কর্মকর্তা গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, ‘কৃষি উন্নয়নের জন্য সরকারই ঋণের পরিমাণ বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে। সে কারণে এমনিতেই ঋণের পরিমাণ বাড়বে। পাশাপাশি ঋণ আদায় কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এটা ভালো দিক। কারণ, অনাদায়ী ঋণ ব্যাংকের মূলধনের বৃদ্ধির ইঙ্গিত বহন করে। ’

গোলাম মোস্তফা জানান, ‘চলতি অর্থ বছর ঋণ প্রদানের ল্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ১শ ৪০ কোটি টাকা। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।