রাজশাহী: অব্যাহত লোকসানের মুখে করোনার শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলার প্রায় ২৫ হাজার মুরগির খামার বন্ধ হয়ে গেছে। বর্তমানে জেলায় যে প্রায় ২০ হাজার খামার অবশিষ্ট আছে, সেগুলোও বন্ধের পথে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে এই দাবিতে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, উৎপাদন খরচের চেয়ে বর্তমানে বাজারে বিক্রি করতে গিয়ে প্রতিটি সাদা ডিমে এক টাকা ৯০ পয়সা এবং সোনালি ডিমে দুই টাকা করে লোকসান দিতে হচ্ছে খামারিদের। একইভাবে তাদের লোকসান দিতে হচ্ছে মুরগিতেও।
সংবাদ সম্মেলন থেকে উৎপাদন খরচের চেয়ে প্রতিটি ডিমে ৬০ থেকে ৮০ পয়সা এবং প্রতি কেজি মুরগিতে ২০ থেকে ২৫ টাকা লাভ নির্ধারণ করে ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী পোল্ট্রি ফার্মার ঐক্য পরিষদের আহ্বায়ক হাসিবুল আলম শাওন এই বক্তব্য তুলে ধরেন। এছাড়া অন্যান্যের মধ্যে রাজশাহী পোল্ট্রি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলীও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বর্তমানে রাজশাহীর বাজারে সাদা ডিমের হালি ৩৪ টাকা ও লাল ডিমের হালি ৩৬ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৭০ টাকা এবং লেয়ার মুরগি ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এসএস/এমএমজেড