ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চারদিনের সফরে ভারত গেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (৫ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
এবারের সফরে প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। একই সময় এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মো. আমিন হেলালী।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সঙ্গে ‘নিউ হরিজনস অব ইন্ডিয়া-বাংলাদেশ ইকোনমিক রিলেশন’ শীর্ষক সভায় অংশ নেবে প্রতিনিধিদলটি।
পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে এফবিসিসিআই ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মধ্যে আলোচনা সভা হবে। ওইদিন সন্ধ্যায় দ্য অ্যাসোসিয়েটেড চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচাম) আয়োজিত বিজনেস ফোরামে অংশ নেবে এফবিসিসিআই নেতারা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মো. জসিম উদ্দিনের নেতৃত্বাধীন বাণিজ্য প্রতিনিধিদলটি ঢাকার উদ্দেশে ভারত ছাড়বে।
৬২ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের অন্যতম সদস্যরা হলেন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), আবদুল মাতলুব আহমাদ, সাবেক পরিচালক সেলিমা আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমকে/আরএ