ঢাকা: আগামী ২০১৬ সালের মধ্যে ওষুধশিল্পে বাংলাদেশ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বাংলাদেশ সোসাইটি ফর ফার্মাসিউটিক্যাল প্রফেশনালসের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ইশতিয়াক মাহমুদ একথা জানিয়ে বলেন, দেশে উৎপাদিত ওষুধ দিয়েই চাহিদার ৯৭ ভাগ পূরণ করা হচ্ছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী মিলনায়তনে বাৎসরিক সাধারণ সভা ও সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন বায়োলজি অ্যান্ড কেমিকেল সোসাইটির প্রতিষ্ঠাতা ড. আবু জাফর মাহামুদ, এসেনশিয়াল ড্রাগ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনিসুল ইসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ সোসাইটি ফর ফার্মাসিউটিক্যাল প্রফেশনালসের সাধারণ সম্পাদক ড. জাওয়াদ ইয়াইয়া।
প্রবন্ধে ড. জাওয়াদ বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের ২৪৩ টি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ এবং ৭৪ টি দেশে ওষুধ রপ্তানি করছে। গত বছর ওষুধসামগ্রী রপ্তানি করে দেশ ৪৮ মিলিয়ন ডলার আয় করেছে। ’
তিনি আরও বলেন, ‘ক্যান্সারের ভ্যাক্সিন ও ইনহেলার সামগ্রীসহ অল্প কিছু ওষুধ পণ্য এখন দেশে আমদানি করা হয়। সরকার সহায়তা করলে অল্প সময়ের মধ্যেই বিশ্ব বাজারে আমাদের অবস্থান শক্ত হবে। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এএডি/বিকে/জেএম