ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি পাচ্ছে কেয়ার্ন, কাল চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি পাচ্ছে কেয়ার্ন, কাল চুক্তি

ঢাকা: অবশেষে কেয়ার্নকে তৃতীয় পক্ষের কাছে বঙ্গোপসাগরের মাগনামায় পাওয়া গ্যাস বিক্রির অনুমতি দিচ্ছে সরকার।

এর ফলে রোববার স্কটিশ কোম্পানি কেয়ার্নের সঙ্গে সংশোধিত উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষর করবে পেট্রোবাংলা।

একইসঙ্গে গ্যাস বিক্রি করে কেয়ার্নের যে লাভ হবে তার ওপর যে কর আসবে তাও সরকারকে দিতে হবে।

শনিবার পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বাংলানিউজকে বলেন, ‘এর ফলে দেশের স্বার্থ ক্ষুন্ন হবে না। ’ তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

২০০৮ সালের আগস্ট মাসে ১০ ও ১৬ নং ব্লক থেকে গ্যাস উঠিয়ে তৃতীয় পক্ষের কাছে বিক্রির অনুমতি চেয়েছিল কেয়ার্ন এনার্জি ।

আবেদনে কেয়ার্নের পক্ষ থেকে বলা হয়, তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি অথবা গ্যাসের দাম বাড়ানোর অনুমতি দেওয়া না হলে তারা কোনো কাজ করবে না।

এর পরিপ্রেক্ষিতে একই মাসে পেট্রোবাংলা জ্বালানি মন্ত্রণালয়ের কাছে কেয়ার্ন এনার্জিকে ১০ নং ব্লকের মাগনামা ও হাতিয়ায় গ্যাস পেলে তা বিক্রির অনুমতি দেওয়ার সুপারিশ করে।

নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলার ৩ হাজার ৮ শ’ ৬৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১০ নং ব্লকে অবস্থিত।

নতুন করে গত মার্চ মাসে ১০ নং ব্লকের পাশে সুন্দলপুরকে এ ব্লকে যোগ করা এবং এর আগে ১৬ নং ব্লকে অবস্থিত দক্ষিণ সাঙ্গুর গ্যাস তৃতীয় পক্ষের কাছে বিক্রির অনুমতি দেওয়ার দাবি জানায় কেয়ার্ন।

নাম প্রকাশ না করার শর্তে পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, দক্ষিণ সাঙ্গু থেকে দৈনিক ৪০ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

এ গ্যাস দিয়ে চট্টগ্রামের গ্যাস ও বিদ্যুতের সমস্যা কিছুটা মেটানো সম্ভব হবে বলেও তিনি জানান।

পিএসসি’র ধারা-১০ এ বলা হয়েছে, কোম্পানি তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি করতে পারে যদি পেট্রোবাংলা গ্যাস কিনতে রাজি না হয়।

অন্যদিকে ধারা-১৬ তে বলা হয়েছে, হয় পেট্রোবাংলা গ্যাস কিনবে অথবা আন্তর্জাতিক কোম্পানি তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি করবে।

বাংলাদেশ সময় : ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad