ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৫৪ এয়ারলাইন্সের ৩১৬ কোটি টাকা বকেয়া: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

ঢাকা: বিমান বাংলাদেশসহ দেশি-বিদেশি ৫৪টি এয়ারলাইন্সের কাছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ৩১৬ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ৯শ’ টাকা  (আগস্ট, ২০১০) বকেয়া রয়েছে।

রোববার জাতীয় সংসদে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ কথা জানান।

 

সরকারদলীয় সাংসদ শহীদুজ্জামানের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের সংসদে আরও জানান,  বাংলাদেশ বিমানের কাছে সর্বোচ্চ ১৪৪ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৪৩৫ টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায় করতে এয়ারলাইন্সগুলোকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। একটি এয়ারলাইন্সের (অ্যারোবেঙ্গল) বিরুদ্ধে মানিস্যুট মামলাও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।