ঢাকা: দুর্নীতির কারণেই বিদ্যুৎ খাতে আশানুরূপ উন্নতি হচ্ছে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বজলুর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘বাজেট ২০১০-১১’ শীর্ষক এক পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, “বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সরকার চারবার দরপত্র আহ্বান করলেও দু’তিনটির বেশি আবেদন জমা পড়েনি। পরে ভাড়ায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিলে বিভিন্ন সময়ে ২৩টি থেকে ৯২টি পর্যন্ত দরপত্র জমা পড়ে। দুর্নীতির (যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়ার )আশঙ্কায় ঠিকাদাররা প্রথমদিকে আগ্রহী হননি। ”
এদিকে, এ মাসের মধ্যেই ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলচালিত একটি বিদ্যুৎকেন্দ্র্র চালু হবে বলে জানিয়েছেন আবুল মুহিত।
তিনি বলেন, “... এছাড়া জুলাইয়ে একটি এবং আগামী ৪/৫ মাসের মধ্যে আরও একটি কেন্দ্র স্থাপন করা হবে। ”
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১০