ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

কুবি শিক্ষক সমিতির নির্বাচন ভণ্ডুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
কুবি শিক্ষক সমিতির নির্বাচন ভণ্ডুল

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ছিল বৃহস্পতিবার (১ ডিসেম্বর)। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত শেষ হতো দুপুর ১টায়।

কিন্তু নীল দলের বিদ্রোহী গ্রুপ নির্বাচনে অংশ না নিয়ে কেন্দ্রে অবস্থান ও ভোট গ্রহণে বাধা দেয়। ফলে কোনো ভোট না হয়েই ভণ্ডুল হয় নির্বাচন।

জানা গেছে, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের সাইদুল আল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুর্শেদ রায়হানের একাংশ নির্বাচনে দাঁড়ায়। অন্যদিকের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী জাহিদ হাসান নির্বাচন কমিশন গঠন ও দিন তারিখ নিয়ে বিরোধিতা করে আসছিলেন।

বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্বাচন বাতিলের পক্ষে থাকা বিদ্রোহী গ্রুপ কেন্দ্র দখল করে বসে আছে। ভোট গ্রহণের পক্ষে থাকা শিক্ষকরা কেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। শিক্ষকদের দুই গ্রুপ ও বিদ্রোহী গ্রুপের সঙ্গে নির্বাচন কমিশনের বাকবিতণ্ডা উত্তেজনা চরম আকার ধারণ করে।

শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নীল দলের সদস্য প্রফেসর ড. আবু তাহের বলেন, নির্বাচন কমিশন গঠনতন্ত্র মোতাবেক তফসিল ঘোষণা করে। একটা পক্ষ তখন নির্বাচন করার ঘোষণা দেননি। আমরা ভোট দিতে এসে দেখি তারা কেন্দ্র দখল করে বসে আছেন। তারা নির্বাচন বানচাল করতে চায়। তাদের শুভবুদ্ধির উদয় হোক।

বিদ্রোহী গ্রুপের সদস্য শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. তোফায়েল হোসেন মজুমদার জানান, নির্বাচন শিক্ষক লাউঞ্জে হচ্ছে না, এ কথা আমাদের আগে জানানো হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার ড. জি এম মনিরুজ্জামান বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেছে শিক্ষক সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদ। ২২ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগে নির্বাচন শিক্ষক লাউঞ্জে হতো। এবার সেখানে একইদিনে আরেকটি প্রোগ্রাম থাকায় রেজিস্ট্রার ও ট্রেজারার শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণের অনুমতি দেননি। আমরা তিনটি স্থান থেকে বাছাই করে বুধবার রাতে এই স্থানটি বাছাই করি। এটা সব বিভাগের চেয়ারম্যানদের মেইল করে জানিয়ে দেওয়া হয়। সবকিছু নিয়মমাফিক হওয়ার পরও একটি অংশ নির্বাচনের বিরোধিতা করার কারণ খুঁজে পাচ্ছি না।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।