ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে মুক্তিযুদ্ধের তথ্য-দলিলপত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ববিতে মুক্তিযুদ্ধের তথ্য-দলিলপত্র প্রদর্শনী

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক ভবনের নিচতলায় দিনব্যাপী এ প্রদর্শনী চলে।

এর আগে সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া প্রদর্শনীটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, প্রক্টর ড. খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক স ম ইমানুল হক, সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সমিতির উপদেষ্টা, অন্যান্য শিক্ষকমণ্ডলী, দপ্তর প্রধান, শিক্ষার্থী ও অন্যান্য সাংবাদিকরা।

উদ্বোধনকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে এসে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ঘটনাগুলো জানে সেই জানাটাকে যদি সঠিকভাবে এভাবে প্রদর্শনীর মাধ্যমে সঞ্চালিত করা যায় তাহলে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবে। মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মহিমায় আরও উজ্জীবিত হবে। প্রতিবছরের মতো এ বছরও এ রকম আয়োজনের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে সাধুবাদ জানাই।

ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এ বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এগিয়ে যাওয়া স্বপ্নের বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ। আমরা যত বেশি বঙ্গবন্ধুকে জানবো, ততবেশি আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবো। আশা করি এ উদ্যোগের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমি বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এ উদ্যোগকে স্বাগত জানাই।

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান বলেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর আগেও আলোকচিত্র প্রদর্শনী করেছে। আমরা মূলত শিক্ষার্থীদের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামকে তুলে ধরতে চাই। বইয়ের বাইরেও যে তথ্য আছে আমরা চাই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের এসব তথ্য সম্পর্কে জানুক। তারই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন।

উদ্বোধনী শেষে ববিসাসের আয়োজনে গত আগস্ট মাসে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।