ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল, সম্পাদক লুৎফর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল, সম্পাদক লুৎফর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।  

বুধবার (২১ ডিসেম্বর) জবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে বিকেল ৪টার দিকে এ নির্বাচনের ফল প্রকাশ করা হয়।  

এছাড়াও সহ সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম, কোষাধ্যক্ষ হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিল ৬৭৫ জন, তার মধ্যে ভোট কাস্ট হয় ৫০৫টি। নির্বাচনে যৌথভাবে সর্বোচ্চ ৩৩৪টি ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম মো. লুৎফর রহমান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।