ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা জারি

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত)-২০২২’ জারি করেছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ নির্দেশিকা জারি করে।

প্রায় দুই বছর বন্ধ থাকার পর নতুন নিয়মে অনলাইনে সরকার প্রাথমিক বিদ্যালয়ে বদলি শুরু হয় গত ২৭ জুলাই। পাইলট প্রকল্প হিসেবে বদলি শুরু হলেও সারাদেশে বদলি শুরু হয় গত সেপ্টেম্বরে।

গত ১৪ ডিসেম্বর মোট ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়।  সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী শিক্ষক নিয়োগের কারণে সংযুক্তিতে শিক্ষক বদলি স্থগিত করা হয়।

নতুন নির্দেশিকার আলোকে প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।