ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আবাসন সংকট কমাতে আরও দুই হলের চাবি হস্তান্তর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
জাবিতে আবাসন সংকট কমাতে আরও দুই হলের চাবি হস্তান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আরও দুটি আবাসিক হলের চাবি সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের কাছে হস্তান্তর করেছেন প্রকল্প পরিচালক নাসির উদ্দীন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এ সময় ১৭ নম্বর ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক নিগার সুলতানা এবং ২০ নম্বর ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের কাছে নবনির্মিত হলের চাবি হস্তান্তর করেন রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এবং প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।

উপাচার্য অধ্যাপক নূরুল আলম বাংলানিউজকে বলেন, আমরা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উন্নয়নের ব্যাপারে যেমন তৎপর, তেমনি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনেও তৎপর। সেই ধারাবাহিকতায় নতুন দুটি হলে স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী ওঠানো হলে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট আরও কমে আসবে।

তিনি বলেন, এখন ছুটি হওয়ায় শিক্ষার্থীদের চাপ নেই তারপরেও যথাসময়ে হল বুঝে নিয়েছি। অবৈধ শিক্ষার্থীদের অবস্থানের বিষয়েও আমাদের নিয়মিত কার্যক্রম চলবে। আশা করি এতে সবাই সহযোগিতা করবে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার ও অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী আহসান হাবীব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।