ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

মহিউদ্দিন মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ৭, ২০১২
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

ঢাকা: এসএসসি ও সমমান-২০১২ সালের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায়ও ছেলেরা এগিয়ে।



এবারের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ১৪ লাখ ১২ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে সাত লাখ ৩২ হাজার ১৬৯ জন ছাত্র। যার মধ্যে ছয় লাখ ৩৮ হাজার ৯৫৫ জন পাস করেছে।

অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৬ লাখ ৮০ হাজার ২১০ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৫ লাখ ৮০ হাজার ৯৩৯ জন ছাত্রী।

দেখা যায়, ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ২৭ শতাংশ। যেখানে ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৪১ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা অনেক পিছিয়ে আছে। জিপিএ-৫ প্রাপ্ত মোট ৮২ হাজার ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ২৯৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ অংশগ্রহণকারী মোট ছাত্রীর ৪ দশমিক ৯ শতাংশ জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, ৪৮ হাজার ৯১৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। যা মোট অংশগ্রহণকারী ছাত্র সংখ্যার ৬ দশমিক ৬৮ শতাংশ।

মোট সংখ্যা ১২ লাখ ১৯ হাজার ৮৯৪ পরীক্ষার্থীর পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ০৭, ২০১২
এমইউএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।