ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ১৮, ২০১২

এক সময়ের শিক্ষানগরী খ্যাত রাজশাহীতে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত এ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম শুরু করেছে।



বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নগরীর মতিহার থানার কাজলা এলাকায়।

বাসস সূত্রে জানা গেছে, চলতি গ্রীষ্মকালীন শিক্ষাবর্ষে ছয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বিভাগগুলো হলো- তড়িৎ ও তড়িৎ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ফার্মেসি, ইংরেজি, ব্যবসায় শিক্ষা এবং আইন।

পরবর্তীতে ভালো ফলাফল এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার শর্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রতি বছর নতুন একটি করে বিভাগ খোলার অনুমতি পাবে বলে জানা গেছে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গনি জানিয়েছেন, সম্পূর্ণ অলাভজনক এবং অরাজনৈতিক বিশ্ববিদ্যালয় হবে এটি।

এ বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী দিকটি হলো- এর ক্যাম্পাস হবে ধূমপানমুক্ত এবং পরিবশেবান্ধব।

বাংলাদেশ সময় : ২০১৫ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।