ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

ঢাকা: প্রাথমিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে পরে জানানো হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

পঞ্চম শ্রেণীর বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩ 
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।