ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খালেদা ও শফিক রেহমানকে নিয়ে শাবিতে ব্যঙ্গ পোস্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০১২

সিলেট: বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এবং বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানকে নিয়ে শাবিতে ব্যঙ্গ-বিদ্রুপমূলক পোস্টার লাগানো হয়েছে।

বুধবার রাতে এ পোস্টার শাবির বিভিন্ন ভবনের দেয়ালে লাগানোর সময় এক যুবককে আটক করা হয়েছে।

পরে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শাবি সংবাদকর্মী রিফাত মামুন জানান, বিএনপিপন্থী কিছু শিক্ষক ক্যাফেটেরিয়া ভবনের দেয়ালে ব্যঙ্গ-বিদ্রুপ পোস্টার লাগানো হচ্ছে দেখে প্রক্টরের কাছে জাহাঙ্গীর নামের ওই যুবককে ধরিয়ে দেন।

রাত সাড়ে ৮টায় প্রক্টর হিমাদ্রি শেখর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নির্দেশে সে এসব পোস্টারিং করছে।

পরে তাকে জালালাবাদ থানা পুলিশের হাতে তুলে দেন বলে জানান শাবিপ্রবি প্রক্টর হিমাদ্রি শেখর। এরপরে বিশ্ববিদ্যালয় গেইট থেকে শাবি ছাত্রলীগের আহ্বায়ক সামসুজ্জামান চৌধুরী সুমন তাকে ছাড়িয়ে নেন।

সুমন তাকে ছাড়িয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে পোস্টারিংয়ের বিষয়টি তিনি জানেন না বলে জানান।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১২
এসএ/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।