ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শেকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল প্যানেল জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুন ২১, ২০১২

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১২-১৩ সালের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বামদল সমর্থিত নীল প্যানেল জয় পেয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সমিতির ১১টি পদের ১০টিতেই হেরেছে বিএনপি-জামায়াত সমর্থকদের সাদা প্যানেলের প্রার্থীরা।



বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১৫৪ জন। রাতে প্রধান নির্বাচন কমিশনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. গোপী নাথ চন্দ্র সূত্রধর ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে নীল দলের প্রফেসর ড. অলোক কুমার পাল ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রফেসর ড. একেএম রুহুল আমীন পেয়েছেন ৬৯ ভোট। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নীল দলের যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. নূর জাহান বেগম, সহ-সভাপতি পদে প্রফেসর ড. মো. মিজানুর রহমান ৮৮ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে নীল দলের প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো: মোফাজ্জল হোসাইন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নীল দলের নির্বাচিতরা হলেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, সহযোগী অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ।

সাদা দলের একমাত্র নির্বাচিত প্রার্থী হলেন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, ২১ জুন, ২০১২
এমএন/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad