ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

কালিহাতীতে মাদকরোধে শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১২
কালিহাতীতে মাদকরোধে শিক্ষাপ্রতিষ্ঠান

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় মাদকের বিস্তাররোধের দাবিতে পৌরসভার সব শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কালিহাতী কলেজ, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ফাতেমা-হালিম উচ্চ বিদ্যালয়, বেতডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।



কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, কালিহাতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবু মোহাম্মদ জিন্নাহ, ফাতেমা-হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ প্রমুখ।

সমাবেশ শেষে তারা পৌর এলাকায় মাদক দ্রব্যের ভয়াবহতা রোধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল স্মারকলিপি গ্রহণ করে মাদক দ্রব্যের বিস্তার প্রতিরোধ করার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।