ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রদের দাবি মানলেন আযিযুল হক কলেজের অধ্যক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১২

বগুড়া: ছাত্র আন্দোলনের মুখে তাদের সব দাবি মেনে নিয়েছেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ছালামত উল্লাহ্। সরকারিভাবে তাকে যেখানে বদলি করা হবে সেখানেই যাবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন অধ্যক্ষ।



সোমবার দাবি মেনে নেওয়ায় ছাত্ররা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে। ছাত্রদের দাবি ছিল- অধ্যক্ষের বদলি আদেশ বহাল রাখা ও বন্ধ দু’টি হল খুলে দেওয়া।

এ বিষয়ে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ছালামত উল্লাহ্ বাংলানিউজকে জানান, আন্দোলরত ছাত্রদের দাবির ভিত্তিতে দু’টা হল খুলে দেওয়া হয়েছে। আর সরকারিভাবে যেখানে তাকে বদলি করা হবে সেখানেই তিনি যাবেন।

এ ব্যাপারে বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বাংলানিউজকে জানান, ছাত্রদের দাবি ও অধ্যক্ষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট দফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এখন কলেজের পরিস্থিতি শান্ত।

উল্লেখ্য, রোববার দুপুর ১টার দিকে আন্দোলনরত ছাত্ররা তাদের দাবি আদায়ের লক্ষ্যে অধ্যক্ষকে তার কক্ষ থেকে বের করে দেয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।