ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৯০ কোটি টাকার বাজেট পাস

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১২
জাবিতে ৯০ কোটি টাকার বাজেট পাস

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১২-১৩ অর্থবছরের জন্য মোট ৯০ কোটি ৪০ লাখ টাকার বাজেট পাস হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৩১তম বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বাজেট পাস করা হয়।

এ বাজেটে ঘাটতির পরিমাণ ৫ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া গত ২০১১-২০১২ অর্থ বছরের ৮৮ কোটি ৪০ লাখ টাকার সংশোধিত বাজেটও পাস হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১১-১২ অর্থবছরের ১০৫ কোটি ৬৫ লাখ টাকার সংশোধিত এবং ২০১২-১৩ অর্থবছরের ১১১ কোটি ৮৩ লাখ টাকার মূল বাজেট প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যাচাই-বাছাই করে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৯৩ কোটি ১০ লাখ এবং ৯৫ কোটি ১০ লাখ টাকার মূল বাজেট অনুমোদন করে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম প্রয়োজন ছিল সংশোধিত বাজেটের ৯৫ কোটি ৯০ লাখ এবং মূল বাজেটের ৯৬ কোটি ৩ লাখ টাকা।

এবারের বাজেটে বেগম ফজিলাতুন নেসা মুজিব হল নির্মাণে ৮ কোটি ৩৭ লাখ টাকাসহ আরও দু’টি নতুন হল নির্মাণের জন্য ৭৯ কোটি ২৭ লাখ টাকা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।