ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাসমাশিস সাধারণ সম্পাদককে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ২, ২০১২

ঢাকা: বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)-এর সাধারণ সম্পাদক ইনছান আলীকে সমিতির ভাবমূর্তি নষ্ট, অর্থ আত্মসাতের অভিযোগে সমিতি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার বাসমাশিস’র দফতর সম্পাদক কাদের ভূঁঞা প্রেরিত এক বার্তায় জানানো হয়, ইনছান আলীকে আগামী দুই সপ্তাহের মধ্যে তার দায়িত্ব গ্রহণের পর থেকে অব্যাহতির পূর্ব পর্যন্ত যাবতীয় আয়-ব্যয়ের হিসাব, নিজের কাছে থাকা সমিতির অর্থ সমিতির ব্যাংক একাউন্টে জমা করা, সমিতির দাফতরিক সকল কাগজপত্র সভাপতির কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।



বার্তায় জানানো হয়, গত ২৭ জুন বুধবার সমিতির সভাপতি সামসুল হক ইনছান আলীকে অব্যাহতি দেন।

অব্যাহতি পত্রে আরো বলা হয়, এ আদেশই তার চূড়ান্ত অব্যাহতির আদেশ হিসেবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনের সহায়তা চাওয়া হবে।

সমিতির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন সমিতির যুগ্মসম্পাদক-১ আমিনুল হক।

বাংলাদেশ সময় ১৭৪০ ঘণ্টা, জুলাই ২, ২০১২
এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।