ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘পিঁপড়ার কাছেও আমাদের অনেক শেখার রয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১২

ঢাকা: ‘‘পিঁপড়ার কাছেও আমাদের অনেক শেখার রয়েছে। একটি পিঁপড়া কোথাও খাবারের সন্ধান পেলে একা না খেয়ে সঙ্গীদের ডেকে নিয়ে একত্রে খায়।

তাদের নীরব ভাষা আমরা বুঝি না। ’’

বৃহস্পতিবার সামাজিক আচরণ বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের মতিঝিল কমপ্লেক্সের শিক্ষা বিষয়ক পরিচালক অধ্যাপক ড. সৈয়দ নকীব মুসলিম।

তিনি বলেন, পৃথিবীতে মানুষের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, তেমনি অন্য প্রাণীদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে।

তিনি আরো বলেন, ‘‘ভালো-মন্দের বিচার করার ক্ষমতা যাদের রয়েছে তাদেরকেই কেবল শিক্ষিত বলা যায়। শুধু সার্টিফিকেট অর্জন করলেই মানুষ শিক্ষিত হয় না। ’’

তিনি দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য সবার আগে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন।

কর্মশালার আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া বলেন, সামাজিক অস্থিরতা ও অবক্ষয়ের এই সঙ্গীন সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক মূল্যবোধ ও আদর্শের পূণর্জাগরণ। কারণ, সামাজিক মূল্যবোধ ও আদর্শই  সুন্দর সামাজিক আচরণের পূর্ব শর্ত।

তিনি আরো বলেন, ‘‘আমাদের সমাজকে একটি সুন্দর পরিবেশ দিতে হলে তরুণ প্রজন্মের মধ্য থেকে সেই মূল্যবোধ গড়ে তুলতে হবে। ’’

কর্মশালায় বক্তব্য রাখেন- এশিয়ান ইউনিভার্সিটির সমাজ ও নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা হোসেন ও ওবায়দুল্লাহ আল মারজুক। কর্মশালা পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক ফারজানা আক্তার।

কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৬-৩৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২    
এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।