ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

বিজয় দিবসে আইএসডির বাংলা কবিতা রচনা প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
বিজয় দিবসে আইএসডির বাংলা কবিতা রচনা প্রতিযোগিতা

ঢাকা: দেশি-বিদেশি শিক্ষার্থীদের মাঝে আন্তর্জাতিক পাঠ্যক্রমনুসারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) দেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বাংলা কবিতা রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

মিডল স্কুল বিভাগে নাজিফাহ তাসনিম তাবাসসুম তার ‘জন্মভূমি’ কবিতার জন্য বিজয়ী হয়েছে এবং ওয়াফা জাহান শাকিরা তার ‘ভালোবাসার বাংলাদেশ’ কবিতার জন্য হাই স্কুল বিভাগে বিজয়ী হয়েছে।

স্কুলটির বাংলা বিভাগ আয়োজিত বিজয় দিবসের সমাবেশে তাদের পুরস্কৃত করা হয়।

২য় শ্রেণির শিক্ষার্থীরা গানের সাথে ‘স্বাধীনতার সুখ’ কবিতা আবৃত্তি করে এই উদযাপনে যোগ দেয়। ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাস তুলে ধরে ‘হৃদয় আমার বাংলাদেশ’ শিরোনামে একটি গীতিনাট্য পরিবেশন করে।  

স্কুলটির বাংলা বিভাগের প্রধান ইশরাত জাহান বলেন, এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি, আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ জাগিয়ে তুলতে চাই।

আইএসডি ডিরেক্টর স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্কুলের সবার সামনে নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার সুযোগ পেয়েছে।  

সমাবেশে স্কুলটির প্রাইমারি বিভাগের প্রিন্সিপাল ডেভিড লংওর্থ ও সেকেন্ডারি বিভাগের প্রিন্সিপাল ক্রিস বয়েলও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।