ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রীর ডাকের অপেক্ষায় বুয়েট উপাচার্য

মাজেদুল নয়ন; স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
শিক্ষামন্ত্রীর ডাকের অপেক্ষায় বুয়েট উপাচার্য

বুয়েট ক্যাম্পাস থেকে: শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও সাবেক কৃতী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন বুয়েটের পদত্যাগকারী শিক্ষকরা। আন্দোলন বন্ধ রেখে আলোচনা চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন তিনি।



এ ব্যপারে উপাচার্য অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রী নিশ্চয়ই আমাকে ডাকবেন। সিদ্ধান্ত নেব।

পদত্যাগ না করলে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবে, মন্ত্রীর কাছে শিক্ষকদের এ সিদ্ধান্তের কথা জানানো হলে উপাচার্য বলেন, আন্দোলন তারা করতেও পারেন। এখন দুটি গ্রুপ আন্দোলন করছে। কাউকে আন্দোলন থামানোর কথা আমি বলতে পারিনা। তবে আশা করি মন্ত্রীর পরামর্শে তারা আন্দোলন থামাবে।

এর আগেও আলোচনার জন্যে চিঠি পাঠানো হয়েছিল কিন্তু শিক্ষক সমিতি রাজি হয়নি জানিয়ে তিনি বলেন, উনারা যদি আবারো রাজি হন, তবে আবারও চিঠি পাঠানো হবে।

সবশেষে শিক্ষকদের বিচারবিভাগীয় তদন্ত মেনে নেবার আহবান জানান তিনি। এবং সে ক্ষেত্রে নিজের দোষ প্রমাণিত হলে সরে যেতেও রাজি আছেন বলে জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৫৫০ঘণ্টা; ১৬ জুলাই, ২০১২
এমএন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।