ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে শীর্ষ ২০ কলেজ

মিলন রহমান, জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

যশোর: এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

এ কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।



২য় স্থানে রয়েছে, খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ জন। এদের সবাই পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন।

৩য় অবস্থানে রয়েছে, যশোর ক্যান্টনমেন্ট কলেজ। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭শ ৮৬ জন। পাস করেছেন ৭শ ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩শ ৬৪ জন।

৪র্থ স্থানে রয়েছে, খুলনা সরকারি এমএম সিটি কলেজ। পরীক্ষার্থী ছিল ১ হাজার ১শ ৬৩ জন। পাস করেছেন ১ হাজার ১শ ৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪শ ১৩ জন।

৫ম অবস্থানে রয়েছে, খুলনা সরকারি গার্লস কলেজ। ৫শ ৭৪ জন ছাত্রীর মধ্যে ৫শ ২৩ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২শ ২ জন।  

৬ষ্ঠ স্থানে থাকা যশোর আকিজ কলেজিয়েট স্কুলের ১শ ৪ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫১ জন।

৭ম স্থানে থাকা খুলনা পাবলিক কলেজের ৪শ ৩৭ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১শ ৪২ জন এবং উত্তীর্ণ হয়েছেন ৪শ ২৪ জন।

৮ম অবস্থানে রয়েছে, কুষ্টিয়া সরকারি কলেজ। ১ হাজার ১শ ১৭ জনের মধ্যে পাস করেছেন ১ হাজার ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ২শ ৭৬ জন।

যশোরের শার্শার ডা. আফিল উদ্দিন কলেজের ৫শ পরীক্ষার্থীর মধ্যে ৪শ ৯১ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন। বোর্ড সেরার তালিকায় তাদের অবস্থান ৯ম।


১০ম অবস্থানে থাকা যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ১শ ৪১ জন শিক্ষার্থীর মধ্যে ১শ ৩৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন।

১১তম চুয়াডাঙ্গা সরকারি কলেজের ৯শ ২২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭শ ৮৯ জন, জিপিএ-৫ পেয়েছেন ১শ ২১ জন।

মাগুরার শালিখার বিহারীলাল শিকদার কলেজের ২শ ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ২শ ৫৯ জন উত্তীর্ণ হয়েছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫১ জন। তাদের অবস্থান ১২তম।

খুলনার সরকারি পাইওনিয়র গার্লস কলেজের ৬শ ৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৫শ ৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ জন। তাদের অবস্থান ১৩তম।

বাগেরহাটের সরকারি পিসি কলেজ রয়েছে ১৪তম অবস্থানে। এ প্রতিষ্ঠানের ৬শ ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫শ ৮৬ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন।

১৫তম অবস্থানে থাকা খুলনার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩শ ১৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের মধ্যে ২শ ৯২ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। সাতক্ষীরা

সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬৮ জন। পরীক্ষার্থী ছিল ৭শ ১৩ জন। পাস করেছেন ৫শ ৯৬ জন। তাদের অবস্থান ১৬তম।

১৭তম স্থানের ফুলতলা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৫ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন।

১৮তম ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫শ ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪শ ৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন।

১৯তম অবস্থানে থাকা ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের ৩শ ৯২ জন উত্তীর্ণ হয়েছেন।   জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন। পরীক্ষার্থী ছিল ৪শ ৭৩ জন।

যশোর বোর্ডের সেরা ২০-এর তালিকার সর্বশেষ অবস্থানে থাকা খুলনা কলেজিয়েট গার্লস স্কুল থেকে ১শ ৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৯ জন জিপিএ-৫ পেয়েছেন। পাস করেছেন ১শ ২৪ জন।

সেরা ২০ এর এ তালিকায় খুলনা জেলার ৮টি,  যশোরের ৪টি,  ঝিনাইদহের ৩টি এবং সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও বাগেরহাটের ১টি করে কলেজ ঠাঁই পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।