ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে জিপিএ-৫ এ মেয়েরা, পাসের হারে ছেলেরা এগিয়ে

কাওছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

বরিশাল: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবারও জিপিএ-৫ এ মেয়েরা এবং ছেলেরা পাসের হারে এগিয়ে রয়েছেন।

গত বছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে।

তবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

বুধবার ঘোষিত ফলাফলে বরিশালে এ বছর পাসের হার ৬৬ দশমিক ৯৮ শতাংশ, যা ২০১১ সালের ফলাফলের তুলনায় ৩ দশমিক ৮৫ শতাংশ কম।

২০১১ সালে পাসের ছিল শতকরা ৭০.৮৩ শতাংশ। এর আগের বছর ২০১০ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৩৪ শতাংশ।

তবে এবছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮শ ৯৫ জন পরীক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ১ হাজার ৩শ ১০।

মেয়েরা মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২টি এবং ছেলেরা পেয়েছেন ৮শ ৮৩টি।

এবছর মোট ৪২ হাজার ৭শ ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছেলে ২১ হাজার ৭শ ৩১ জন ও মেয়ে ২০ হাজার ৯শ ৭৯ জন।

ছেলেদের মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৩শ ৫৪ জন এবং মেয়েদের মধ্যে পাস করেছেন ১৩ হাজার ৭শ ৯০ জন।

ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৩২ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৬২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।