ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ দিনাজপুর শিক্ষাবোর্ডে সপ্তম

পার্বতীপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২

পার্বতীপুর: এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পার্বতীপুরের শহীদ মাহবুব সেনানিবাস ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর শিক্ষা বোর্ডে সপ্তম ও জেলায় দ্বিতীয় স্থান দখল করেছে।

কলেজ উপাধ্যক্ষ শ্যামল কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, ২শ ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২শ ৫৫ জন।

পাসের হার শতকরা ৯৯.৬০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১শ ৩১ জন।

এছাড়া পার্বতীপুর উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন, পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে ১২ জন, আমবাড়ী ডিগ্রি কলেজ থেকে ৫ জন, খোলাহাটী ডিগ্রি কলেজ থেকে ৫ জন ও পার্বতীপুর ডিগ্রি কলেজ থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।