ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিরপুরের অস্ট্রেলেশিয়ান কলেজে প্রথম বছরেই শতভাগ পাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
মিরপুরের অস্ট্রেলেশিয়ান কলেজে প্রথম বছরেই শতভাগ পাস

ঢাকা: প্রথম বছরেই এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ভালো ফল করেছে রাজধানীর মিরপুর এলাকার ব্যতিক্রমধর্মী অস্ট্রেলেশিয়ান কলেজ। কোনো প্রাইভেট ছাড়াই শুধু শ্রেণীভিত্তিক পড়াশোনার মাধ্যমে এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা নেচে গেয়ে উল্লাস করেন।

কলেজের  অন্যতম পরিচালক  এম রেজাউল করীম বলেন, “নতুন কলেজটির এ ফলাফল আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই সফলতার পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রয়াস। ভবিষ্যতে এই কলেজ আরও ভালো ফল করবে। ”

কলেজের অধ্যক্ষ ড. হরিবল চক্রবর্তী বলেন, “শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশ, ছাত্র-শিক্ষকের সৌহার্দপূর্ণ সম্পর্কসহ সবার সহযোগিতায় এ ফলাফল অর্জিত হয়েছে। ভবিষ্যতে আমরা আরো ভালো ফলাফল করার আশা রাখি। ”

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
পিআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।