ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা চলছে রাজশাহীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা চলছে রাজশাহীতে

রাজশাহী: সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা চলছে রাজশাহীতে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একযোগে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে থাকা সব কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।

বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান বলেন, বোর্ডের অধীনে এবার ২৬৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা চলছে।

এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করেন এসএসসি পরীক্ষার্থীরা।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন এবছর ২ হাজার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৪৫ জন। এ বছর অন্তত ১৫টি ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছে। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা দৃষ্টি রাখছেন। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে প্রশাসন।  

আজ প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।