ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

রমজানে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠান চলবে সুবিধাজনক সময়সূচিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
রমজানে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠান চলবে সুবিধাজনক সময়সূচিতে

ঢাকা: রমজান মাসে ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদান কার্যক্রমের সময়সূচির বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১২ মার্চ) এক অফিস আদেশে বলা হয়, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

উক্ত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ/সমন্বয় করতে পারবেন মর্মে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।