ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির সামাজিক বিজ্ঞানের ভারপ্রাপ্ত ডিন রাশিদা ইরশাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
ঢাবির সামাজিক বিজ্ঞানের ভারপ্রাপ্ত ডিন রাশিদা ইরশাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির।

সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. সীতেশ চন্দ্র বাছার বাংলানিউজকে এই তথ্য জানান।

উপ-উপাচার্য বলেন, রাশেদা ইরশাদ নাসির ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন। পরে প্রক্রিয়া অনুযায়ী সাধারণ নির্বাচনের মাধ্যমে ডিন নিয়োগ দেওয়া হবে।

অধ্যাপক রাশেদা ইরশাদ এর আগে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

উল্লেখ্য, গত ২৩ মার্চ অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক জিয়া রহমান মারা যান। তার মৃত্যুর পর ডিনের শূন্য পদে রাশেদা ইরশাদকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।