ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা, ‘এ’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নিচ্ছে ৫ হাজার শিক্ষার্থী 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষা, ‘এ’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নিচ্ছে ৫ হাজার শিক্ষার্থী 

শাবিপ্রবি (সিলেট): গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার (২৭ এপ্রিল)। এই পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অংশ নিচ্ছেন পাঁচ হাজার ৮১০ শিক্ষার্থী।

শনিবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন।

তিনি জানান, ‘এ’ ইউনিটের ৫৮১০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এই পরীক্ষার নয়টি কেন্দ্র রয়েছে, সবগুলোই আমাদের ক্যাম্পাসে। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন এ, বি, সি, ডি, ই, সামাজিক বিজ্ঞান বিল্ডিং, কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন, আইআইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র হিসেবে রয়েছে। পরীক্ষাটি বেলা ১২টায় শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে। পরবর্তীতে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং পরীক্ষা) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সার্বিক বিষয়ে অধ্যাপক আরেফিন খাঁন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অভিভাবকদের গাড়ি পার্কিংয়ের জন্য হ্যান্ডবল গ্রাউন্ড, বিশ্রামের জন্য কাফেটেরিয়া, ইউনিভার্সিটি সেন্টার ও সেন্ট্রাল অডিটোরিয়াম খোলা থাকবে। নাস্তার জন্য কাফেটেরিয়া, ফুডকোর্ট ও স্টাফ ক্যান্টিন খোলা থাকবে। পাশাপাশি জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম ও দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।  

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।