ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির বাংলা বিভাগে ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি চালু

অতিথি করেসপন্ডেন্ট, জাবি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
জাবির বাংলা বিভাগে ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি চালু

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি চালু হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে স্মারক বৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একই সময়ে ‘সাহিত্য অধ্যয়নে তথ্য প্রযুক্তির প্রাসঙ্গিকতা’ বিষয়ক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।   

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২২০ নম্বর কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, শিক্ষা খাতে স্মারক হিসেবে বৃত্তি প্রদানের মাধ্যমে অধ্যাপক ড. মাহবুব আহসান খান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এতে করে শিক্ষার্থীরা তাদের পাঠে আরও বেশি মনোযোগী এবং আগ্রহী হবেন। যার ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান বাড়বে।

এছাড়া সেমিনার বিষয়ে উপাচার্য বলেন, আজকের সেমিনারের বিষয়টি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে বিজ্ঞানের পাশাপাশি সাহিত্য অধ্যয়নেও তথ্য প্রযুক্তির প্রাসঙ্গিকতা রয়েছে।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, এই বৃত্তি শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব মনের পরিচয় বহন করে। অধ্যাপক ড. মাহবুব আহসান খানের চিন্তাকেই তার পরিবার বাস্তবে রূপদান করেছে এই বৃত্তি চালুর মাধ্যমে। বাংলা বিভাগের অগ্রগতিতে এই বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।

অনুষ্ঠানের সভাপতি  অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, মেধা বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত ও প্রতিযোগিতামুখী করে তোলে। শিক্ষাক্ষেত্রে এমন বৃত্তি আনন্দদায়ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যা আমার বিভাগের শিক্ষার্থীদের জন্যেও একইভাবে সহযোগিতা করবে। বাংলা বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মাহবুব আহসান খান এবং তার পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এছাড়া সেমিনারের প্রধান বক্তা হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল্লাহ খান ‘সাহিত্য অধ্যয়নে তথ্য প্রযুক্তির প্রাসঙ্গিকতা’ বিষয়ে নানা বাস্তবসম্মত আলোচনা করেন।  

এসময় বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষকসহ দেড়শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য চালু হওয়া এই বৃত্তি কার্যক্রমে প্রতিবছর স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মেধাক্রমের প্রথম দুইজনকে বৃত্তি দেওয়া হবে। এরই অংশ হিসেবে এবছর মেধাতালিকায় বৃত্তি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের (৪৮ ব্যাচের) দুই শিক্ষার্থী- নহলি আকাশনীলা এবং মনীষা হক।  

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রয়াত প্রফেসর মাহবুব আহসান খান। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। তারই নামে বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হলো।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।