ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‍্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার খুবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ২, ২০২৪
টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‍্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার খুবি

খুলনা: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর গ্লোবাল র‍্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। গ্লোবাল র‍্যাংকিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ১২০১-১৫০০তম ও এশিয়ার র‍্যাংকিংয়ে ৫০১-৬০০তম অবস্থানে রয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এ তালিকা প্রকাশিত হয়।

এবারের প্রকাশিত গ্লোবাল র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ মোট ৫টি বিষয়ের ওপর ভিত্তি করে করা গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অর্জন করছে যথাক্রমে ১৭%, ৯.৫%, ৪৬.৯%, ১৭.১%, ৪৩.৭%। এছাড়া কর্মী প্রতি শিক্ষার্থী সংখ্যা ১৩.৯%, ছাত্রছাত্রীর অনুপাত ৫৭:৪৩, শিক্ষার্থী (FTE) ৬৯৯৭, ISR প্রকাশনার অনুপাত ২৭%।

২০২১ সালের ২৫ মে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেন। পরে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তৎকালীন পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। যে কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আর্থিক, অবকাঠামো ও অন্যান্য তথ্য-উপাত্ত দেওয়া ও সন্নিবেশিত করে। যার ফলশ্রুতিতে ২০২৩ ও ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশনের গ্লোবাল র‍্যাংকিংয়ে স্থান করে নেয় এ বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রাক্তন পরিচালক ও র‍্যাংকিং কমিটির তৎকালীন আহ্বায়ক প্রফেসর ড. মো. মুরসালিন বিল্লাহ বলেন, বিশ্ব র‌্যাংকিং নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই মনোযোগী, উদ্যোগী ও আন্তরিক। টানা দ্বিতীয়বারের মতো এ র‍্যাংকিংয়ে স্থান পাওয়া আমাদের জন্য গর্বের। আমি আশা করি, পরে এ র‍্যাংকিংয়ে আমরা আরও ভালো অবস্থানে যাব।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বর্তমান উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রকাশনা, অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অতিদ্রুত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, পরপর দুবার গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে স্থান পাওয়া সবার জন্য গর্বের। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ইম্প্যাক্ট খুবই ভালো। বিশ্ব র‍্যাংকিংয়ের পাশাপাশি এশিয়ার র‍্যাংকিংয়ে আমরা মর্যাদাপূর্ণ অবস্থানে যাচ্ছি। এ অগ্রযাত্রার কৃতিত্ব সকলের।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞান সৃজন ও বিতরণ। আর এটা সম্ভব গবেষণার মাধ্যমে। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়য়ে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষকদের গবেষণায় আরও বেশি মনোনিবেশ করতে হবে। পাশাপাশি যুগোপযোগী গবেষণা ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বাড়াতে হবে যাতে সমাজ, দেশ ও জাতি উপকৃত হয়। তিনি বিশ্ব র‍্যাংকিংয়ের এ অবস্থান আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ০২, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।