ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

ফেনীতে এসএসসিতে কমেছে পাসের হার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১২, ২০২৪
ফেনীতে এসএসসিতে কমেছে পাসের হার 

ফেনী: ফেনীতে সদ্য প্রকাশিত এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩, জিপিএ ৫ পেয়েছে ১১৫০ জন। মোট পরীক্ষার্থী ১৭৩০৮ পাস ১৩৩৬২ জন।

 

রোববার (১২ মে) সকাল ১১টার দিকে ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে এসেছেন ফলাফল নিতে।

প্রযুক্তির উৎকর্ষতার কারণে অনেকেই ঘরে বসেই ফলাফল পেলেও কিছু শিক্ষার্থী স্কুলে এসেছেন ফলাফল নিতে। ড্রাম বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস করতেও দেখা গেছে তাদের। চোখে মুখে দেখা যায় আনন্দ। তবে গেল বছরের থেকে এ বছর ফেনীতে পাসের হার কমেছে৷ গত বছর ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।