ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর ৬ দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি: ববি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ৭, ২০২৪
বঙ্গবন্ধুর ৬ দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি: ববি উপাচার্য

বরিশাল: ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৭ জুন) সকাল ১০টায় ‘ঐতিহাসিক ৬ দফা’ শীর্ষক শিরোনামে জুম অ্যাপের মাধ্যমে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা ছিল বাংলাদেশের বস্তুত স্বাধীনতার অন্যতম ভিত্তি। যার মধ্য দিয়ে পরে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের ঝাঁপিয়ে পড়ার বহিঃপ্রকাশ ঘটেছিল। আর তারই ধারাবাহিকতায় আজ ৬ দফার সমর্থনে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠেছে।

অনলাইনে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন রয়াল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মেসবাহ কামাল।  

বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার।

আরও যুক্ত ছিলেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোহাম্মদ শফিউল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা রানী বৃষ্টি।

স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।  

সভায় সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তার।

জুম অ্যাপের মাধ্যমে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ০৭, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।