ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

১৫ দিনের ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ৭, ২০২৪
১৫ দিনের ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

আগামী ১১ থেকে ২৫ জুন একাডেমিক ও ১২ থেকে ২৩ জুন পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদুল আজহার ছুটির পর একাডেমিক ও অফিস কার্যক্রম সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।  

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।