ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের প্রতিনিধি নেই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
ঢাবির সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের প্রতিনিধি নেই

ঢাকা: শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছাড়াই শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক সিনেট অধিবেশন।

বুধবার (২৬ জুন) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধিবেশনটি চলছে।

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর পাঁচবছর পেরিয়ে গেলেও আর কোনো নির্বাচন হয়নি। ফলে অধিবেশনে শিক্ষার্থীদের পক্ষে কোনো প্রতিনিধি উপস্থিত নেই।

জাতীয় সংগীতের মাধ্যমে ২০২৪ সালের অধিবেশন শুরু হয়েছে। এরপর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর পবিত্র গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়।

দেশের গণমাণ্য ব্যাক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেইলি রোডের অগ্নিকাণ্ড ও ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  

ড. মো. আব্দুর রশীদ সবার রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া করেন।  

এরপর অভিভাষণ বক্তব্য দেন সিনেট চেয়ারম্যান ও উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।