ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

শিক্ষা

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের সভা স্থগিত

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের সভা স্থগিত

সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের নেতাদের আজ (বৃহস্পতিবার) যে সভা হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে তা পরবর্তীতে জানানো হবে।  

এর আগে গতকাল দুপুরে অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ওবায়দুল কাদেরের সঙ্গে আজ একটি সভা হওয়ার কথা জানান।

প্রসঙ্গত, আজ ৪র্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ১ জুলাই থেকে এই কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা,জুলাই ৪,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।