ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ১ম বর্ষে পাঠদান শুরুর কার্যক্রম আবারও স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
রাবি ১ম বর্ষে পাঠদান শুরুর কার্যক্রম আবারও স্থগিত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাওয়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির পাঠদানের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।  

এ নিয়ে দ্বিতীয় দফায় স্থগিত হলো প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার তারিখ।

 

বৃহস্পতিবার (১১ জুলাই) জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. অধ্যাপক প্রণব কুমার পান্ডের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে বলা হয় এই বিজ্ঞপ্তিতে।

এর আগে ১ জুলাই থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে পেনশন সংক্রান্ত নতুন নীতিমালা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে তা পেছানো হয়েছিল। ওই সময় বলা হয়েছিল ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তবে আজ আবার সেই সিদ্ধান্ত স্থগিত করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।